কাপ্তাইয়ে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু, নিখোঁজ-১

643

কাপ্তাই প্রতিনিধি – কাপ্তাইয়ের শিলছড়িতে কর্ণফুলী নদীতে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে গোসল করতে নেমে আনোয়ারুল আরেফিন অনু (১৯) ও চিৎমরমের মুসলিম পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবার হোসেন কালু (১৬) নামে ২ জন মারা গেছে। অন্যদিকে নদীতে ডুবে হামেদ হাসান (৩০) নামে বেড়াতে আসা এক পর্যটক নিখোজেঁর খবর পাওয়া গেছে।

কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের শিলছড়িস্থ বাংলাদেশ টিম্বার এন্ড ফ্লাই উডের (২য় ইউনিট) মহা ব্যবস্থাপকের এক আত্মীয় চট্টগ্রামের হালিশহরের খান বাড়ির আরিফ খান বৃহস্পতিবার স্ব-পরিবারে কাপ্তাই ঘুরতে আসে।
পরে দুপুরে পর তার ছেলে আনোয়ারুল আরেফিন অনু (১৯) ও চট্টগ্রামের চকবাজারের বাদুরতলার মো. কায়কো-বাদের ছেলে হামেদ হাসান (৩০) গোসল করতে কর্ণফুলীতে নেমে তলিয়ে যায়।

ঘটনাটি জানা জানি হলে স্থানীয়রা কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর ডুবুরীর দলকে খবর দিলে বিএন শহীদ মোয়াজ্জেম ঘাটির লে. কর্ণেল কবির উদ্দিনের নেতৃত্বে কাপ্তাই নৌবাহিনীর ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৪টার সময় আনোয়ারুল আরেফিনের মরদেহ উদ্ধার করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি সহ আরও অনেকে।

অন্যদিকে, কাপ্তাইয়ের চিৎমরমের মুসলিমপাড়া এলাকায় মো. সিরাজুল ইসলামের (প্রকাশ বার্মাইয়া সিরাজ) বাড়ি থেকে ১০০ গজ দুরে দুপুরে বৈদ্যুতিক খুঁটিতে ত্রæটি সাড়াতে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুস্পৃষ্ট হয় তার ছেলে মো. ইকবাল হোসেন কালু (১৬)। পরে ঘটনাস্থল হতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খ্রীষ্টিয়ান হাসপাতালে নিতে গেলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।

চিৎমরমের সাবেক ইউপি সদস্য মো. রাজ্জাক আলম বলেন, মো. ইকবাল হোসেন কালু পারিবারিক কাজ করতে গিয়ে বিদ্যুস্পষ্ট হয়ে মারা যান।

কাপ্তাই থানা অফিসার ইনর্চাজ সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে তিনটার শিলছড়িতে ঘটনাটি ঘটেছে। অন্যদিকে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন জানান, চিৎমরমের মুসলিম পাড়া বিদ্যুৎপৃষ্ট হয়ে এক জন মারা গেছে বলে আমরা জেনেছি।

কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক জানান, আনোয়ারুল আরেফিনকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসাপাতালে নেওয়ার সময়ই সে মারা যায়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাটি আসলেই খুব বেদনা দায়ক।

তিনি বলেন, চট্টগ্রামের হালিশহরের খান বাড়ির আরিফ খান বৃহস্পতিবার স্ব-পরিবারে কাপ্তাই ঘুরতে আসে। এক পর্যায়ে তারা কর্ণফুলী নদীতে গোসল করতে নামার পর দুইজনই পানিতে তলিয়ে যায়। বিকেলে একজনের লাশ উদ্ধার করা হলেও অপরজনকে পাওয়া যায়নি এখনো তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।