সাংসদ বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যাহারসহ ৪দফা দাবীতে উত্তপ্ত খাগড়াছড়ি, ৯ জুন অবরোধের ঘোষণা

380

খাগড়াছড়ি প্রতিনিধি – সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও খাগড়াছড়ি মহিলা আওয়ামীলীগের নেত্রী বাসন্তী চাকমার পদত্যাগসহ ৪ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য অধিকার ফোরাম।

শুক্রবার সকাল ১১টায় খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ার হতে একটি বিক্ষোভ মিছিল শহরের শাপলা চত্বর-আদালত পাড়া ঘুরে মহাজনপাড়া বাসন্তি চাকমার বাড়ির প্রবেশমূখে এসে অবস্থান নেয়।

এসময় পার্বত্য অধিকার ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা ও সহেেযাগী অঙ্গ সংগঠনের বিক্ষুদ্ধ নেতৃবৃন্দরা “বাসন্তী তুই রাজাকার এইমূহুর্তে পাহাড় ছাড়, সাম্প্রদায়িক বাসন্তীর পাহাড়ে ঠাই নাই এরকম শ্লোগানে এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় পার্বত্য ছাত্র পরিষদের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাঈন উদ্দিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মাসুম, মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সদস্য সচিব আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় সমন্বয়ক সাহাবুদ্দীন, কেন্দ্রীয় সমন্বয়ক সাদ্দাম হোসেন,জেলা আহবায়ক এস এম হেলাল, খাগড়াছড়ি জেলা শাখার যুুগ্ন আহবায়ক মোক্তাদির হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক রবিউল হোসেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা যুগ্ন সম্পাদক ইব্রাহিম খলিল, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি আলামিন হোসেন প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য অধিকার ফোরাম জেলা আহবায়ক সদস্য মনসুর আলম হীরা, দিঘীনালা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি গোলাপ হোসেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার প্রচার সম্পাদক সোহেল রানা, দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ, মাটিরাঙা উপজেলা শাখার সদস্য সৌরভ হোসেন, সদর ইউনিয়ন কমিটির সভাপতি সালাম , মনির ,মছা ও বাবুল অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ থেকে ৪দফা দাবী বাস্তবায়নের দাবী জানান নেতৃবৃন্দ। এসব দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচীসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়।

অবস্থান কর্মসূচী পালনকালে প্রায় ৬ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ সমাবেশে বাসন্তি চাকমার দেওয়া বক্তব্যের কথা তুলে ধরে পাহাড়কে অস্থিতিশীল করে তুলতে তার ইন্ধনসহ তার নানা অপকৌশল, সাম্প্রতায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের জন্য তার দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন নেতৃবৃন্দ। বিক্ষোভ কালে বাসন্তি চাকমা এমপির শুভেচ্ছা ব্যানার ছিড়ে ঝাড়ু, জুতা পেটা করে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

চার দফা দাবীগুলো হচ্ছে –

১-সংরক্ষিত এমপি বাসন্তী চাকমা কে ০৭/০৬/১৯ ইং দুপুর ১ টার মধ্যে পাহাড় ত্যাগ করতে হবে,

২-বাসন্তী চাকমার উগ্র সাম্প্রদায়িক, মিথ্যা বক্তব্যের জন্য আনুষ্ঠানিক ভাবে সংসদে দাড়িয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে তার বক্তব্য প্রত্যাহার করা।

৩-বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের সদস্য হয়েও উগ্র সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করায় তাকে মহিলা আওয়ামীলীগ হতে বহিস্কার করা।

৪-একজন অসাম্প্রদায়িক নারী কে সংরক্ষিত মহিলা আসনে সংসদ হিসেবে মনোয়ন দিতে হবে।

৪দফা এসব দাবী বাস্তবায়ন করা না হলে আগামী ০৯/০৬/১৯ ইং রোববার খাগড়াছড়ি তে সকাল সন্ধ্যা অবরোধ পালন করা হবে বলে ঘোষণা প্রদান করে নেতৃবৃন্দ।

প্রসঙ্গত: বিগত ২৬শে ফেব্রুয়ারী মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা এমপি তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালী ও সেনাবাহিনীকে নিয়ে উগ্র ও সাম্প্রদায়িক বক্তব্যে প্রদানের ফলে তখন থেকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন তার এই বক্তব্য প্রত্যাহার, আওয়ামীলীগ থেকে তাকে বহিস্কার করা সহ বিভিন্ন দাবীতে পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠে।