সাধারন মানুষের সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য – এ,কে,এম মামুনুর রশিদ

289

নিজস্ব প্রতিবেদক – সাধারন মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। রাঙ্গামাটি জেলা প্রশাসন সে লক্ষ্যকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের আত্মসামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সাধারন মানুষের সমস্যা মূল্যায়ন করাসহ তা সমাধানে প্রতি বুধবার অন্যান্য কাজের পাশাপাশি সাধারণ মানুষের কথা শুনে তাদের সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

গত বুধবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গণ শুনানী চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশীদ এসব কথা বলেন।

এসময় গণশুনানীতে রাঙ্গামাটি জেলার সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় ও বায়তুস শরফ জব্বারিয়া আদর্শা মাদ্রাসাকে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। এ সময় দুটি স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

গণশুনানীতে ১০ জনের অধিক অসুস্থ রোগীকে তাদের প্রয়োজনীয় ঔষধ, কয়েকজন ছাত্র-ছাত্রীকে শিক্ষার খরচ, বেশ কিছু দরিদ্র লোকজনকে আথিক ভাবে সহযোগিতার পাশাপাশি। একজন অসহায় মহিলার ভাইয়ের দ্বারা প্রতারিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এছাড়া তার বিরুদ্ধে বিস্তারিত বিবরণ দিয়ে জেলা প্রশাসককে ফোন দিতে অসহায় মহিলাকে নির্দেশনা প্রদান করেন।