রাঙ্গামাটি সেনা রিজিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

491

নিজস্ব প্রতিবেদক – রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তর প্রান্তিক হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ।

মাহফিলে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মহসিন রোমান সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় রাঙ্গামাটি সেনা রিজিয়নের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন