রাঙামাটিতে কাপ্তাই লেকে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

453

নিজস্ব প্রতিবেদক: কাপ্তাই হ্রদ বেদখল রোধে রাঙামাটির চম্পক নগর, শিল্পকলা একাডেমি এলাকায় অভিযান চালিয়ে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ২টায় চম্পক নগরের গাত্তোপাড়ায় এ অভিযানে গুঁড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয় প্রায় দুই কোটি টাকার জমি ও দুই লাখ টাকার নির্মাণসামগ্রী।

রাঙামাটি সদরের এসিল্যান্ড মৌমিতা দাশ ও এনডিসি উত্তম কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসে কাপ্তাই হ্রদ দখল করে নির্মাণধীন বাড়িঘরের কাজ বন্ধ করে মালামাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কাজ ফেলে পালিয়ে যান নির্মাণ শ্রমিকরা।

অন্যদিকে শিল্পকলা একাডেমীর জায়গাটি ব্যাক্তি মালিকানাধীন দাবি করায় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে নির্মাণাধীন ক্লাব ঘরের কাজ বন্ধ করে দেয় এবং সেটির স্বপক্ষে জায়গা কাগজ পত্র জেলা প্রশাসনের কাছে দাখিল করতে বলে।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাঙামাটি সদরের ভুমি কর্মকর্তা মৌমিতা দাশ জানান, রাঙামাটিতে যারা সরকারি জায়গা বেদখল করবে, কাপ্তাইলেকের সৌন্দর্য্য যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবছর শুকনো মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদ বেদখলের প্রতিযোগীতা শুরু হয়। সম্প্রতি সময়ে এর মাত্রা বেড়েছে। এর কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। বাড়ছে হ্রদ দুষণের ঝুকি।