নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে নানিয়ারচর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কাইয়ুম হোসেন, পিএসসি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান, নানিয়ারচর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল মোঃ কাইয়ুম হোসেন সম্প্রীতি আইন-শৃঙ্খলা, ভূমি ধ্বস, ছাত্র-ছাত্রীদের পড়া-শুনা ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করে বলেন, নিরাপত্তা বাহিনী, পুলিশ আনসার, ভিডিপি, উপজেলা প্রশাসন, জেলা পরিষদের সম্বনয়ে একটি কমিটি গঠন করা হবে। আগামীতে নানিয়াচর উপজেলার কোন প্রকার ভূমি ধ্বসের মত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। এছাড়াও স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলা-ধুলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে বিনোদনে ব্যবস্থা গ্রহনে সকল প্রকার পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
উপজলোর আইন-শৃঙ্খলার পরিবেশ সম্পর্কে তিনি আরো বলেন, নানিয়ারচর উপজেলার আওতাধীন যে কোন এলাকায়, যে কোন সন্ত্রাসী কার্যক্রমের পূর্ভাবাস সম্পর্কে তথ্য দিয়ে নানিয়ারচর জোনকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহবাবন জানান তিনি।