আলীকদম সংবাদদাদা – লেঃ কর্ণেল সাইফ শামীম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগলোকে সন্ত্রাসমুক্ত রাখতে হবে এবং কোন অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয়া যাবেনা। একারনে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আসছে।
বুধবার আলীকদম সেনা জোনে লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কের্ণল সাইফ শামীম পিএসসি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, কোন জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে কোন জাতি এগিয়ে যেতে পারেনা। পাহাড়ের সমস্ত জাতী গোষ্ঠীকে নিয়ে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন উপহার দিতে আমরা বদ্ধপরিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামে শান্তকরণ কর্মসূচীর আওতায় ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ৫৮ হাজার ৭ শত টাকা মাসিক অনুদান হিসেবে বিতরণ করেন। প্রতি মাসে তালিকভূক্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান ও গরি মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে আলীকদম সেনা জোনে থেকে এসব অনুদান প্রদান করা হয় বলে সেনাবাহিনী সূত্রে জানা যায়।