শিক্ষার গুনগত মান বাড়াতে হবে, শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের একযোগে কাজ করার তাগিদ- দীপংকর তালুকদার এমপি

621

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার বলেছেন, পাসের হার বাড়লে হবেনা, শিক্ষার গুনগত মানকে বাড়াতে হবে, সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

আজ বৃহস্পিবার সকালে কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অথিতীর বক্তব্যে জননেতা জনাব দীপংকর তালুকদার পাহাড়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন,পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সবাই সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরী(সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান), কাপ্তাই উপজেলা আ’লীগ সহ-সভাপতি, ইউপি চেয়ারম্যান ও সাবেক জাতীয় ছাত্রলীগ নেতা আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক  থোয়াইচিং মং মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে স্কুলের প্রতিবেদন পেশ করেন, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুুয়া। এর আগে প্রধান অতিথি নতুন কারিগরি শিক্ষার একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আগত অতিথিদের মুগ্ধ করেন।

সভায় অত্র বিদ্যালয়ের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।