মাইকেল চাকমাকে অপহরণের অভিযোগ ইউপিডিএফের

459

নিজস্ব প্রতিবেদকম রাঙ্গামাটি – ইউপিডিএফের নেতা মাইকেল চাকমা নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ। সাংগঠনিক কাজ শেষে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না দাবি করে মাইকেল চাকমাকে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেছে ইউপিডিএফ ।

সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, শ্রমজীবী ফ্রন্টের  সচিব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা এ অভিযোগ করেন।

মাইকেল চাকমা প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর সংগঠক এবং শ্রমজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বিবৃতিতে বলা হয় বর্তমানে মাইকেল চাকমার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাকে নিয়ে তার পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। অপহৃত মাইকেল চাকমার কোনও কিছু হলে সরকারকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলে জানান নেতৃবৃন্দ।’