নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক মিশু।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের পিতা ও মাতার শারীরিক অসুস্থতার কারণে, উন্নত চিকিৎসার লক্ষে আগামীকাল মঙ্গলবার দেশের বাহিরে যাওয়ার উদ্দেশে সকলের সম্মতিক্রমে ছাত্রলীগের সহ সভাপতি একরামুল হক মিশুকে মৌখিকভাবে আজ সোমবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পন করেন জেলা ছাত্রলীগ সভাপতি।
দায়িত্ব অর্পনকালে সুজন বলেন, আমার বাবা ও মাতার অসুস্থ্যতার কারণে দেশের বাহিরে উন্নত চিকিৎসা সেবার লক্ষে আগামীকাল মঙ্গলবার দেশের বাহিরে যাওয়ার উদ্দেশে রওনা দিবো। আমার পিতা-মাতার সুস্থতার জন্য বেশ কিছু দিন সময় লাগতে পারে। তাই যতদিন পর্যন্ত আমি দেশে ফিরবো না, ততদিন রাঙামাটি জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মিশু। তিনি রাঙামাটি জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
একরামুল হক মিশুকে দায়িত্ব অর্পনকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।