বাঘাইছড়িতে হত্যাহান্ডের ঘটনায় সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবেনা – জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ

363

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে সাতজন নিহত হওয়ার ঘটনার একদিন পর মঙ্গলবার সকালে বাঘাইছড়ি ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

তারা বাঘাইছড়ির ৯ কিলোঃ এলাকায় সন্ত্রাসীদের হামলার স্থলসহ নানা দিক ঘুরে দেখেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এই সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, এই জঘন্যতম ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করবে। যে কোন সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান শুরু হবে বলে তিনি জানান।

রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির বলেন, পাহাড়ে ভৌগোলিক অবস্থার কারণে নিছিদ্র নিরাপত্তা অসম্ভব তার পরেও যথেষ্ট নিরাপত্তা থাকা সত্বেও সন্ত্রাসীদের এই ধরনের হামলা উদ্বেগজনক।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাঘাইছড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আহত রোগীদের দেখতে যান। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

এদিকে, নিহত ৭জনের মরদেহ খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন নিহত প্রত্যেকের পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।