বাসন্তি চাকমা এমপির বক্তব্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন ও কর্মসূচী ঘোষণা

512

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি- সংরক্ষিত পার্বত্য আসন থেকে মনোনিত সংসদ সদস্য বাসন্তি চাকমা গত ২৬ ফেব্রুয়ারী জাতীয় সংসদে বক্তব্য দানকালে ধর্র্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যাচার করে যে উষ্কানিমূলক বক্তব্য দিয়েছেন তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে জাতীয় সংসদের স্পিকারের প্রতি দাবী জানিয়েছেন সচেতন পার্বত্যবাসী ব্যানারে রাঙ্গামাটির সুশীল সমাজ।

শনিবার সকালে রাঙ্গামাটির স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানিয়ে বলা হয়, জাতীয় সংসদের কার্যবিবরনী থেকে সংসদ সদস্যের আপত্তিকর বক্তব্যগুলো এক্সপানঞ্জ করা না হলে ইতিহাসে মিথ্যাচার ভাষণটি দলিল হয়ে প্রকাশ হবে।

সচেতন পার্বত্যবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুশীল সমাজের প্রতিনিধিদের আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না। এসময় অন্যান্যের মধ্যে কাজী মোহাম্মদ জালোয়া, পল্লব দেওয়ান, রূপকুমার চাকমা, জাহাঙ্গীর কামাল, জামাল উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, হাবিবুর হমান, নাজিম আল হাসান ও মোর্শেদা বেগম উপস্থিত ছিলেন।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় সংরক্ষিত পার্বত্য আসন থেকে মনোনিত সংসদ সদস্য বাসন্তি চাকমা গত ২৬ ফেব্রুয়ারী জাতীয় সংসদে বক্তব্য দানকালে এক পর্যায়ে বলেন, আমি কাউকে ছোট করতে চাইনা, আবার বলেন, ৯৬ সালের ১ মে শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশ সেনাবাহিনী ও তৎকালীন বহিরাগতরা মিলে আল্লাহু আকবর বলে পানছড়ি ব্রীজের উপর একজন একজন করে পাহাড়ীদের জবাই করেছিল।
এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংসদ সদস্য বাসন্তি চাকমা কি বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যা দাবী করেন তারা।

সচেতন পার্বত্য বাসীর প্রতিনিধিরা, সংসদ সদস্য বাসন্তি চাকমার দেয়া সকল মিথ্যা ও ধর্মীয় অনুভূতিসহ পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করা বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেন।

এই দাবীতে আগামী রবিবার সকালে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করা হয়।