রাঙ্গামাটিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২০,ভাইস চেয়ারম্যান (পুরুষ ও নারী) পদে ৫৭ জন প্রার্থী

880

নিজস্ব প্রতিবেক- পঞ্চম ধাপে দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গামাটির ১০ উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা শুক্রবার সকাল থেকেই নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে গনসংযোগ শুরু করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাঙ্গামাটিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

রাঙ্গামাটি সদর উপজেলাঃ রাঙ্গামাটি সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২জন, ভাইস চেয়ারম্যান ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান ( নৌকা) ও বর্তমান চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অরুন কান্তি চাকমা (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে অনুপম চাকমা (টিউবওয়েল), দুর্গেশ^র চাকমা (বই) ও মহিলা ভাইস চেয়ারম্যান নারী রিতা চাকমা (প্রজাপতি) ও নাসরিন আক্তার (কলস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

নানিয়ারচর উপজেলাঃ নানিয়ারচর উপজেলায় আওয়ামীলীগের কোন প্রার্থী নেই। এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৫জন করছেন। এরা হলেন জনড়িনা চাকমা (মটর সাইকেল), জ্ঞান রঞ্জন চাকমা ( কাপ পিরিচ), পঞ্চানন চাকমা (ঘোড়া), প্রগতি চাকমা (আনারস), ও রুপম দেওয়ান (দোয়াত কালি)। এসব প্রার্থীরা স্বতন্ত্র ও আঞ্চলিক দল সমর্থিত।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মো. নুর জামাল হাওলাদার (টিউবওয়েল), রন বিকাশ চাকমা (চশমা) ও সুজিত তালুকদার (তালা), এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা আক্তার (সেলাই মেশিন), কোয়ালিটি চাকমা (কলস) এবং প্রমিকা চাকমা (প্রজাপতি)।

বিলাইছড়ি উপজেলাঃ বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ২ জন করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়সেন তঞ্চঙ্গ্যা (নৌকা প্রতীক), বীরোত্তম তঞ্চঙ্গ্যা (আনারস)। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে অংশৈ প্রু মারমা(মাইক), রবিন তঞ্চঙ্গ্যা (টিউবওয়েল), সোনা লাল তঞ্চঙ্গ্যা (উড়োজাহাজ) । এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উৎপলা চাকমা (হাঁস), ময়না চাকমা (ফুটবল) এবং সুদিপ্তা তঞ্চঙ্গ্যা (প্রজাপতি)।

জুরাছড়ি উপজেলাঃ জুরাছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ২ জন করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রুপ কুমার চাকমা (নৌকা প্রতীক), সুরেশ কুমার চাকমা (আনারস)। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন রিটন চাকমা। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আল্পনা চাকমা (হাঁস), জোসনা তালুকদার (কলস)।

কাপ্তাই উপজেলাঃ বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মফিজুল হক বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মোঃ নাসির উদ্দিন(চশমা), অংলাচিং মারমা (উড়োজাহাজ)। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উমেচিং মারমা (কলস), নুর নাহার বেগম (প্রজাপতি), ফারহানা আহমেদ (ফুটবল) এবং মনোয়ারা জাহান(পদ্মফুল)।

রাজস্থলী উপজেলাঃ রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ২ জন করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উবাচ মারমা (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা(আনারস)। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২জন। তারা হলেন, পুরষ ভাইস চেয়ারম্যান পদে হারাধন কর্মকার(তালা), অংনুচিং মারমা(টিউবওয়েল)। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজু আক্তার(ফুটবল) ও উচসিন মারমা (প্রজাপতি)।

বাঘাইছড়ি উপজেলাঃ বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ২ জন করছেন। এরা হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু লারমা সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বড় ঋষি চাকমা(দোয়াত কলম) ও জেএসএস এমএন লারমা সমর্থিত প্রার্থী সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা(ঘাড়া)। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৫ জন। তারা হলেন, পুরষ ভাইস চেয়ারম্যান পদে অমর শান্তি চাকমা(তালা), রিপন চাকমা(চশমা),মোঃ আবুল কাইয়ুম(টিউবওয়েল),মোঃ আনোয়ার(টিয়া পাখি), সমীরন চাকমা(বই)। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাগরিকা চাকমা(ফুটবল) ও সমিতা চাকমা (প্রজাপতি)।

বরকল উপজেলাঃ বরকল উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ২ জন করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সবির কুমার চাকমা(নৌকা প্রতীক) ও বিধান চাকমা (আনারস)। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মোঃ লোকমান হোসেন (টিউবওয়েল), শ্যাম রতন চাকমা(চশমা)। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাখী চাকমা চাকমা (সেলাই মেশিন) ও সুচরিতা চাকমা (হাঁস) ।

কাউখালী উপজেলাঃ কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ২ জন করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামসুদ্দোহা চৌধুরী (নৌকা প্রতীক) ও অর্জুন মনি চাকমা (আনারস)। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মংসুইউ চৌধুরী (চশমা), অংপ্রু মারমা (টিউবওয়েল), শান্তিময় চাকমা (টিয়া পাখি) । এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যানি কৃপা চাকমা (প্রজাপতি) ও নিংবা উ মারমা(কলস)।

লংগদু উপজেলাঃ লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল বারেক সরকার বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে এস এম হায়দার আলী(চশমা), সুচিত্র কুমার চাকমা (উড়োজাহাজ),মীর সিরাজুল ইসলাম চৌধুরী(টিউবওয়েল),মোঃ আবু বক্কর ছিদ্দিক (তালা), মোঃ আবু বক্কর ছিদ্দিক মামুন (মাইক), মোঃ রকিব হোসেন(বই), মোঃ ইমাম হোসেন(বৈদ্যুতিক বাল্ব)। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তারা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম(ফুটবল), ফাতেমা জিন্নাহ(পদ্মফুল),নুর জাহান বেগম(হাঁস) এবং মোছা. মমতাজ (কলস)।

বিনা প্রতিদ্বন্ধিতায় ২ জন উপজেলা চেয়ানম্যান হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থীঃ উপজেলা পরিষদ নির্বাচনে কাপ্তাই ও লংগদু উপজেলায় বিনা প্রতিদ্বন্ধীতায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন লংগদু উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল বারেক সরকার ও কাপ্তাই উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রাথী মফিজুল ইসলাম। এ দুটি উপজেলায় বিকল্প কোন প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন।

রাঙ্গামাটির ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২০জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩১জন.নারী ভাইস চেয়ারম্যান পদে ২৬জন অংশ নিচ্ছেন। রাঙ্গামাটিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। নির্বাচনে ১০ উপজেলা দুই ভাগে ভাগ করে ৫টির দায়িত্ব দিয়ে দুই রিটানিং অফিসারকে নিয়োগ দেয়া হয়েছে। তাদের দুইজনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফি কামালকে রাঙ্গামাটি সদর, বিলাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই ও জুরাছড়ি এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানকে বাঘাইছড়ি, কাউখালী, বরকল, রাজস্থলী ও লংগদুর দায়িত্ব দেয়া হয়েছে।