খাগড়াছড়ি প্রতিনিধি – স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হলেন পার্বত্য খাগড়াছড়ি থেকে নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে আছেন। তিনি ২০১৪ ও ২০১৮ সালের ২৯৮নং খাগড়াছড়ি আসনে নির্বাচিত সংসদ সদস্য।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) মহান জাতীয় সংসদে এ কমিটি গঠন করা হয়। এসময় কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লক্ষ ৩৬ হাজার ৪’শ ৫০ ভোট পেয়ে টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য মনোনীত হন।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে। এ কমিটির অন্য সদস্যরা হলেন-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডা. আফসারুল আমিন, হাবিবুর রহমান, শামসুল আলম দুদু, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও নূর মোহাম্মদ।