রিজার্ভ বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নগদ অর্থ ও ত্রান বিতরণ

905

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি রিজার্ভ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ অর্থ ও ত্রান সমাগ্রী বিতরণ করেছেন নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতি।

আজ সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রিজার্ভ বাজারের মসজিদ কলোনি এলাকায় এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, পাতিলসহ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র। এসময় সমিরি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্তনা দেন এবং ধৈর্য্য ধারণ করতে বলেন।

বিতরণকালে সমিতির সভাপতি হাজী আনোয়ার মিয়া বানু, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, অথ সম্পাদক আক্তার কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ ও ব্যাক্তি উদ্যেগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তাসহ ত্রাণ বিতরণ করে।

প্রসঙ্গত: গত ১৩ জানুয়ারী সকাল ৮টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মসজিদ কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮৫টি ঘর পুড়ে যায়, এতে ক্ষতিগ্রস্ত হয় ৭৬টি পরিবার।