আজ শনিবার (২৯ ডিসেম্বর) সকালে বিএনপি মনোনীত প্রার্থী মনি স্বপন দেওয়ান রাঙ্গামাটি শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। যা বাংলাদেশ আওয়ামীলীগ, রাঙামাটি জেলা শাখার তথা নির্বাচন পরিচালনা কমিটি এবং নৌকার প্রার্থীর দৃষ্টিগোচর হয়েছে।
মনি স্বপনের সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সাংবাদিক সম্মেলনে ধানের শীষ মার্কার বিএনপি মনোনীত প্রার্থী মনি স্বপন দেওয়ান নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার দেখে এবং নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আতঙ্কিত হয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করে, নৌকার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য কল্পিত অভিযোগ করেছেন। প্রতিদিন শত শত বিএনপি-র নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করায় তিনি নিজে কর্মী সংকটে পড়েছেন। হাস্যকর তার এই কল্পিত অভিযোগগুলোর বাস্তব কোন ভিত্তি নেই।
তার লিখিত অভিযোগে জাল ব্যালট পেপার তৈরী করে, ব্যালট বাক্স ভরার চেষ্টা সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত, জনগণের দল আওয়ামী লীগকে এই নোংরা কৌশল অবলম্বন করতে হয় না। বরং বন্দুকের নলের জোরে সৃষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে তারাই এই ধরনের অপকৌশলের মাধ্যমে গণতন্ত্রকে কলুষিত করেছিল। গণহারে মামলা, হয়রানি, গ্রেফতারের কাল্পনিক অভিযোগ করে নির্বাচনে পরাজয়ের লজ্জা ঢাকার চেষ্টা করে কোন লাভ হবে না। এই ধরনের বানোয়াট অভিযোগ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য আমরা তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বরঞ্চ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ প্রতিদিন মোবাইল ফোনের মাধ্যমে হুমকী দেয়া হচ্ছে। উপজেলার নিরীহ ভোটারদেরও মোবাইল ফোনের মাধ্যমে প্রতিনিয়ত হুমকী দেয়া হচ্ছে। সারা দেশে প্রকাশিত সংবাদ অনুসারে জানা যায় জাল ব্যালট পেপার ছাপিয়ে সীল মেরে ব্যালট বাক্সে ভরে দেওয়ার জন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে।
আজ বিকাল চারটায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮’র আওয়ামীরীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান চিংকিউ রোয়াজার এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জাননো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, বিএনপি-জামাতের সন্ত্রাসীরা এর আগে বাঘাইছড়ির আমতলী, বরকলের কুরকুটিছড়া, রিজার্ভ বাজারের নির্বাচনী অফিসে ভাংচুর ও অগিসংযোগসহ জেলার বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের উপর হমকী ও হামলা-নির্যাতন চালিয়ে আসছে।
বিবৃতিতে আরো বলা হয়, অপকর্মকে ঢাকা দেয়া ও নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নির্বাচন থেকে সরে দাড়ানোর হীন উদ্দেশ্যে বিএনপি-র প্রার্থী ভিত্তিহীন অভিযোগ করছেন। আমরা এসব অপকর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এসব অশুভ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিএনপিসহ সকল প্রার্থীদের প্রতি আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)