রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

523

নিজস্ব প্রতিবেদক-  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায় প্রদানের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শণ ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকার প্রদর্শন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সমাবেশে জেলা বিএনপি নেতা কর্ণেল মণিষ দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মদ সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক রেখে সরকার একপেশে নির্বাচনের পায়তারা করছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচনের নীলনকশা তৈরি করে অবৈধভাবে আবারো ক্ষমতা দখল করতে ষড়যন্ত্র শুরু করেছে।

সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক জিয়ার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলার রায় বাতিল করার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার আহবান জানান অন্যথায় লাগাতার আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপি নেতৃবৃন্দ।