নিজস্ব প্রতিবেদক- রাঙ্গামাটি শহরের শুকরছড়ি এলাকায় নব নির্মিত ১৩২ কেভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্র থেকে আজ পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু জাফর উপকেন্দ্রের সুইচ অন করে রাঙ্গামাটি শহরে পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করেন।
এসময় পাওয়ার গ্রীড কোম্পানী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেশী বিদেশী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ৩নং সাপছড়ি ইউনিয়নের সদস্য রিটন বড়ুয়া বলেন,বর্তমান সরকার কাজে বিশ্বাসী। আওয়ামীলীগের কথা ও কাজে মিল আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। বর্তমানে দেশে বিদু্যতের কোন লোডশেডিং নেই। পাহাড়ের প্রত্যন্ত এলাকা শুকরছড়িতে বিদু্যতের যে লাইন সংযোগ করা হয়েছে এর মাধ্যমে এলাকাবাসী অনেক উপকৃত হবে। এজন্য বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা জানান ইউপি সদস্য রিটন বড়ুয়া।
রাঙ্গামাটির শুরছড়িতে ৫ এককর জায়গায় বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই নতুন রাঙ্গামাটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করে। এই কাজে ব্যয় হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা।
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা জানান, ২০১৬ সালে এই রাঙ্গামাটি বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্র নির্মান কাজ শুর” হয়। এবছর অক্টোরের এই নির্মাণ কাজ শেষে হয়েছে। খুব সহসা এই বিদ্যুৎ উপকেন্দ্রের অনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই বিদ্যুৎ নির্মাণের ফলে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।