চন্দ্রিমা রাঙ্গামাটিতে বিনোদনে নতুন মাত্রা যোগ করবে………….দীপংকর তালুকদার

1421

নিজস্ব প্রতিবেদক – চন্দ্রিমা রেস্টুরেন্ট পর্যটন শহর রাঙ্গামাটিতে বিনোদনের ক্ষেত্রে নতুনমাত্রা যোগ করবে বলে মন্ত্রব্য করেছেন প্রাক্তণ প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি হচ্ছে মুল জেলা। পর্যটন শহর রাঙ্গামাটির যেভাবে পর্যটনের দিক দিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে সেভাবে এখনো রাঙ্গামাটি এগুতে পারেনি। শুধু সরকারীভাবে নয় বেসরকারী বা ব্যক্তিপর্যায়ে এভাবে পর্যটনবান্ধব কার্যক্রম শুরু করলে রাঙ্গামাটি পর্যটন সেক্টরে অনেক দুর এগিয়ে যাবে। শুক্রবার রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মনিার এলাকায় চন্দ্রমিা রিভার ভিউ পার্ক এন্ড রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্যে তিনি এসব কথা বলনে।

এ সময় রাঙ্গামাটি রিজিয়ন কমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মাহমুদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোঃ আসাদুজ্জামান, রাঙ্গামাটি  বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন , রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসনে রুবলেসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রিমার স্বত্ত্বাধিকারী সাংবাদিক শামসুল আলম।

পর্যটকদের নিরাপত্তা নিশ্তিত করা গেলে পার্বত্য রাঙ্গামাটির পর্যটন শিল্পের বিকা্শ হবে বলে মন্তব্য করে দীপংকর তালুকদার আরো বলেন,পাহাড়ে আঞ্চলিক দলগুলোর রাজনতৈকি অস্থির পরস্থিতি তৈরীর কারণে ও এখানে কেউ পর্যটন সেক্টরে কাজ করতে আগ্রহী হয়না। এসব অস্থিরতার কারণে পর্যটকরা রাঙ্গামাটিবিমূখ হয়ে এখন বান্দরবান ও খাগড়াছড়ির দিকে বেশী সফর করছেন বলে মন্তব্য করেন দীপংকর তালুকদার।
তিনি পর্যটন শিল্পের বিকাশে উদ্যোক্তাদের আরো বেশী বেশী এগিয়ে আসার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় শুরু হয় আকাশ প্রদীপ প্রজ্জ্বলন। আকাশ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে রাঙ্গামাটি শহররে বিভিন্ন এলাকার শত শত মানুষ আকাশ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান উপভোগ করেন।