পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে পূণর্বাসনের প্রতিবাদে বাঙ্গালী সংগঠনের মানববন্ধন

395

নিজস্ব প্রতিবেদক: শরনার্থী বিষয়ক টাস্কফোর্স কর্তৃক ৮২ হাজার উপজাতীয় পরিবারকে অবৈধ ভাবে পুনর্বাসনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নির্যাতিত পার্বত্যবাসী ও পার্বত্য অধিকার ফোরাম।

বুধবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতিত পার্বত্যবাসীর আহবায়ক বেগম নুর জাহান, বৃহত্তর বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মামুন, বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সোহেল রিগ্যান, যুব ফ্রন্টে সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক পরিষদের সভাপতি রাসেল ইসলাম সাগর।

মানববন্ধনে বাঙ্গালী পরিবারকে বাদ দিয়ে ৮২ হাজার উপজাতীয় পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিল করা না হলে  ধর্মঘট কর্মসূচি পালনসহ আরো কঠোর কর্মসূচীর হুমকি দিয়েছে নেতৃবৃন্দ।