চ্যানেল অাই টেলিভিশনের কর্মকান্ড জনবান্ধব: আকবর হোসেন চৌধুরী

744

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল অাইয়ের ২০বছর পদার্পণ উপলক্ষে রাঙ্গামাটিতে ২ দিন ব্যাপী কর্মসূচীর অায়োজন করা হয়েছে।

কর্মসুচীর ১ম দিন শুক্রবার বিকেলে রাঙ্গামাটি অার্ট একাডেমীতে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ অাকবর হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকছুদ অাহমদ, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সোলায়মান,প্রেস ক্লাবের সহ- সভাপতি মোঃ অলি অাহমেদ, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর, রংধনু অার্ট একাডেমীর পরিচালক মোঃ ইব্রাহীম।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চ্যানেল অাই টেলিভিশনের কর্মকান্ড জনবান্ধব। বাংলাদেশে যেসব বেসরকারী টিভি চ্যানেল রয়েছে তার মধ্য চ্যানেল অাইয়ের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। চ্যানেল আইয়ের প্রতিটি অনুষ্ঠানই জনবান্ধব। তিনি চ্যানেল আইয়ের উত্তোরত্তর সফলতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে একেএম মকছুদ অাহমদ বলেন, চ্যানেল অাই সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি কৃষি নিউজের মাধ্যমে যেভাবে দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখছেন তা খুবই ভালো একটি উদ্যোগ।

দেশের কল্যাণে চ্যানেল অাইয়ের ভূমিকা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষকে অাহবান জানান। চ্যানেল অাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অায়োজিত শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক শিশুরা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আই প্রতিনিধি মনসুর অাহম্মেদ।