বান্দরবানে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

522

 

বান্দরবানে জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান সদর পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে বান্দরবান জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিংকে প্রধান অতিথি করে বান্দরবান পৌর এলাকার জজ কোট সংলগ্ন বিএনপি অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন তুষার।

আলোচনা সভায় বক্তারা ,অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং মামলা প্রত্যাহার করা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয়। এসময় বক্তারা,অতিবিলম্বে দেশনেত্রীর মুক্তি দাবী করে বলেন, বর্তমান শাসকদলের নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা থেকে মুক্তি পাওয়ার জন্য বিএনপির যেকোনো কর্মিসূচীতে নেতাকর্মিদের মাঠে থাকার আহবান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জামান, বান্দরবান জেলা যুবদলের সভাপতি হারুন উর রশীদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, মহিলাদলের যুগ্ন আহবায়িকা আয়শা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিনসহ য্বুদল, সেচ্ছসেবক, ছাত্রদল, মহিলাদল, পৌর ও উপজেলা বিএনপির সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের পূরবী হোটেল সংলগ্ন এলাকায় শোভাযাত্রা বের করতে গেলে, পুলিশের বাঁধার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা।