আওয়ামীলীগ সরকারের আমলে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে : পার্বত্য প্রতিমন্ত্রী

544

 

ধর্ম যার যার উৎসবের আনন্দ সবার। আওয়ামীলীগ সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীন ভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব অনুষ্টান উদযাপন করতে পারছে। শনিবার বিকালে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষের জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, বর্তমানে পার্বত্য এলাকা সহ সারাদেশের মানুষ নিজ নিজ ধর্ম পালন করছে সুন্দরভাবে। এই সরকারের আমলে সরকারি বিভিন্ন সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় এখন আগের চাইতে যেকোন অনুষ্ঠান জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে ।

শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ ১৮ এর সভাপতি অঞ্জন কান্তি দাশ এর সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় ধর্মসভায় প্রধান ধর্র্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।

এছাড়াও ধর্মসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবানের প্রবীন শিক্ষক অর্পণ কুমার দাশ, বিশিষ্ট ঠিকাদার উজ্জল কান্তি দাশ, বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ ১৮ এর সহ সভাপতি তাপস কান্তি দাশ, সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়সহ সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

আগামী ৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৬টায় মহানমযজ্ঞের পূর্নাহুতী, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব ১৮ এর সমাপ্তি ঘটবে।