কেমন হচ্ছে অ্যাপলের নতুন ক্যাম্পাস?

448

 

গোলাকার স্পেসশিপ বা মহাকাশযানের মতো নকশায় প্রধান কার্যালয় তৈরি করছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছর থেকেই নতুন কার্যালয়ে কার্যক্রম শুরুর কথা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির। ২০১৩ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০১৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ, অ্যাপল সবকিছু ‘নিখুঁত’ করতে চেয়েছে। কোথাও রাখতে চায়নি সূক্ষ্মতম ত্রুটিও। ‘নিখুঁত’ ভবন নির্মাণকাজে বাড়তি সময় লেগেছে কর্মীদের। ৭ ফেব্রুয়ারি স্টিভ জবসের ‘অ্যাপল ক্যাম্পাস ২’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে তৈরি হচ্ছে অ্যাপলের দ্বিতীয় ক্যাম্পাসটি।