মাশরাফিকে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী: লোটাস কামাল

355
 
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় করায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।

পরিকল্পনামন্ত্রী এ আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, ‘প্রধানমন্ত্রী ক্রিকেট খেলা খুব ভালো বুঝেন। তিনি মাশরাফিকে নির্দেশনাও দেন।’
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং এ মন্ত্রী এসব কথা বলেন।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় করায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, ‘রাত জেগে আমি খেলা দেখেছি। খেলা চলাকালীন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং অধিনায়ক মাশরাফির সঙ্গেও ফোনে কথা বলেছি।’ ব্রিফিং এ লোটাস কামাল এসব তথ্য জানান।
তিনি আরও জানান, টাইগারদের সিরিজ জয়ে একনেক বৈঠকে একটি ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করা হলে সেটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এক প্রশ্নের জবাবে লোটাস কামাল বলেন, ‘নির্বাচন করার অধিকার সবার আছে। এক্ষেত্রে সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ এবং মুশফিক এরা সবাই সেলিব্রিটি। তারা দেশকে অনেক কিছুই দিয়েছে। তাদের জন্যও তো আমাদের কিছু করা দরকার। তবে কেউ যদি রাজনীতিতে আসতে চায় তাহলে রাজনৈতিক অবকাঠামোগত কিছু নিয়মকানুন পূরণ করে আসতে হয়। যেমন কোনো দলে যোগ দেওয়া বা সেই দল থেকে মনোনয়ন পাওয়া এবং নেতাকর্মীদের সমর্থন ইত্যাদি পেতে হয়। এরা যেহেতু সেলিব্রেটি আদের এসব খুব খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। একটি নির্দিষ্ট বয়স হলে কেউ নির্বাচন করতে পারেন। এটা আমার মতামত।’
news cp of dhakatribune.com