পার্বত্য অঞ্চলের সকল জেলা-উপজেলায় সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে

491

যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করতে পারবেন। আগ্রহী দক্ষ সংবাদ প্রতিনিধিদের সিভি ই-মেইল মারফত আমাদের কাছে জমা দিতে হবে। আপনার সিভি জমা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে  সিএইচটি বার্তা’র প্রতিনিধি আপনাদের সিভি পর্যালোচনা করে ই-মেইল মারফত বা মোবাইল ফোনের মাধ্যমে  সিএইচটি বার্তা’র সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।
নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করার নিয়মঃ
আপনাকে যা যা পাঠাতে হবে:
১। আপনার সিভি ই-মেইল এর মাধ্যমে আমাদের কাছে জমা দিতে হবে।
২। জাতীয় পরিচয়পত্র ।
৩।চারিত্রিক সনদপত্র ।
৪। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ।
৫। সদ্যতোলা পাসপোর্ট সাইজের (1 কপি ছবি) অবশ্যই থাকতে হবে।
৬। আপনার সিভিতে অবশ্যই মোবাইল নম্বর থাকতে হবে।
৭। যেকোনো একজন গুরত্তপুর্ন ব্যক্ততির মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে ।
৯। শিক্ষাগত যোগ্যতাঃ উপজেলা প্রতিনিধি : HSC পাস
সিভি পাঠানোর ই-মেইলঃ Email: chtbartarmt@gmail.com
সংবাদ প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ঃ
১। কোন কপি রাইট সংবাদ প্রেরণ করা যাবে না।
২। প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।
৩। অবশ্যই নিরপেক্ষ এবং সত্য সংবাদ পাঠাতে হবে।
৪। কোন প্রকার মিথ্যা, উস্কানিমূলক, এক পক্ষীয় সংবাদ পাঠানো যাবেনা।
৫। সম্পর্ণ বাংলা ফন্টে, টাইপকৃত ডকুমেন্ট আকারে সংবাদ প্রেরণ করতে হবে।
৬। কোন সংবাদ প্রেরণে বিলম্ব করা যাবে না। রিপোর্ট তৈরি করার সাথে সাথেই প্রেরণ করতে হবে।
সংবাদ/বার্তা পাঠানোর ই-মেইলঃ chtbartadesk@gmail.com
নির্বাচিত প্রতিনিধির বর্তমান সুযোগ- সুবিধা: 
যেহেতু   সিএইচটি বার্তা সম্পর্ণ নতুন নিউজ পোর্টাল সেই ক্ষেত্রে নিম্নোক্ত সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে।
১।   সিএইচটি বার্তা’র কর্তৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদানের পরবর্তী মাসের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করা হবে।
২। সিনিয়ারিটি ও দক্ষ অনুযায়ী   সিএইচটি বার্তা’র প্রতিনিধি পদ প্রদান করা হবে।
৩। ০২ মাস পর ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের   সিএইচটি বার্তা’র পিভিসি কার্ড প্রদান করা হবে।
৪। এই পিভিসি কার্ডটি তার আইডি কার্ড হিসাবে পরিগণিত হবে।
৫। সংবাদ প্রতিনিধিদের কেউ বিজ্ঞাপন সংগ্রহ করে দিতে পারলে সেই বিজ্ঞাপনের ৫০ শতাংশ দেয়া হবে।
৬। আপাতত আমারা কোন সংবাদ প্রতিনিধিকে বেতন ভাতা বা সম্মানি দিচ্ছিনা।
তবে আমরা একটি জনপ্রিয় গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করার পর অবশ্যই সকলকে বেতন ভাতা প্রদান করা হবে।
 
প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন
যে কোন তথ্য সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ
রাঙামাটি পার্বত্য জেলা।
Phone: +8801931087441
Email: info@chtbarta.com, chtbartarmt@gmail.com
Web: www.chtbarta.com