শাহ আলম, রাঙামাটি>>> ও ভাই ফ্রি ফ্রি ফ্রি- রাঙামাটি টু চট্টগ্রাম যাত্রীসেবা সম্পূর্ণ ফ্রি! ঠিক এমনটাই করে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছেন বাসের হেল্পার, সুপারপাইজার ও টিকেট কাউন্টারের লোকজন।
কারন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির উদ্যোগে যাত্রী সেবা প্রদানের লক্ষ্যে রাঙামাটি টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু রাঙামাটি তে বিনা ভাড়ায় যাত্রী সেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি নতুন বাস স্টেশন এলাকায় বিনা ভাড়ায় বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, রাঙামাটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙামাটি চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকারী সভাপতি শহিদুজ্জামান মহসিন রোমান সহ মোটর মালিক সমিতির নেতা, বাস চালক, যাত্রী ও রাঙামাটি আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রাঙামাটি -চট্টগ্রাম মোটর মালিক সমিতির কর্যকরী কমিটির সভাপতি রোমান জানান, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।’
বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আগামী ১৭ মার্চ রাঙামাটি টু চট্টগ্রাম সড়কে অভ্যন্তরীণ সকল পথে বিনা ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন যাত্রীরা।
আজ ১৭ই মার্চ সারাদিন ব্যাপী কোনো বাস যাত্রীর থেকে টাকা নিলে বা হয়রানি করলে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ যাত্রীরা সামান্যতম হয়রানির শিকার হলে তাকে কাউন্টারে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে বিনামূল্যে যাত্রীসেবা পেয়ে আনন্দিত যাত্রীরা। এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে যাত্রীদের মুখে শোনা যায়।