থানচিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা

177

শহীদুল ইসলাম (শহীদ), থানচিঃ-মুজিব বর্ষে সোনার বাংলা ছড়ায় নতুন স্বপ্নবেশ শিশুর হাসি আনবে বয়ে আলোর পরিবেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ তপন কান্তি দে এর সার্বিক পরিচালনায় অনুষ্টিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানচি থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, মন্ত্রী প্রতিনিধি মংথোয়াই ম্যা রণি, মহিলা ভাইস চেয়ারম্যান নুমৈ প্রু মারমা, থানচি কলেজ অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নোমান, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ।
এতে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।