আলীকদমঃ-পার্বত্য এলাকায় আর কোন মানুষ গৃহহীন থাকবেনা। দেশের প্রতিটা মানুষের জন্য আশ্রয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজে ভিত্তি প্রস্তরের উদ্বোধন ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের অসহায় মানুষের জীবন মানন্নোয়নের লক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলায় ২৬শত গাভী বিতরণ করা হবে।
শনিবার (৭মার্চ) সকালে বান্দরবানের আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩০ লক্ষ টাকা ব্যয়ে নোয়াপাড়া বৌদ্ধ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ৩০ লক্ষটাকা ব্যয়ে নয়াপড়া ইউনিয়ন পরিষদ বায়তুল মাহতুদ মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে টি আর কাবিটা প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের চাবি হস্তান্তর করেন। পরে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন র্শীষক প্রকল্পের ৭০ জন উপকার ভোগীদের মাঝে গাভী বিতরণ করেন পার্বত্য মন্ত্রী।
পরে লামা উপজেলায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে টি আর কাবিটা প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাস গৃহ নির্মাণ প্রকল্পের চাবি হস্তান্তর করেন। লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন র্শীষক প্রকল্পের ৪০ জন উপকার ভোগীদের মাঝে গাভী বিতরণ করেন পার্বত্য মন্ত্রী। লামা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও গাভী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুর জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নিবার্হী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামালসহ লামা ও আলীকদম উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাও স্থানীয় জনসাধারণরা।