রাঙ্গামাটিঃ-জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে রাঙ্গামাটিতে ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় মাস ব্যাপী এই চলচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা। এ সময় প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন, রাঙ্গামাটি জেলা তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, যুগ্ম সম্পাদক উত্তম দাশ সহ অন্যান্য কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ আয়োজিত জেলা তথ্য অফিসের সহযোগিতায় রবিবার রাঙ্গামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের চৌমুহনী এলাকায় চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আগামী ১৭ মার্চ পর্যন্ত রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্পর্টে এই চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।