খাগড়াছড়িঃ-কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে’ খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালিত হয়েছে।
রবিবার (১ মার্চ) সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো: আওরংজেব মাহবুব, পিপিএম। এর আগে একটি র্যালী পুলিশ লাইন্স মাঠ থেকে শুরু হয়ে পুলিশ লাইন্স এর গেইট ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হষ।
এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: নুরুল আজম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তসহ পুলিশের কর্মকর্তা, পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে দায়িত্ব পালনকালে নিহত খাগড়াছড়ি জেলার ছয় জন পুলিশ সদস্য এসআই পরেশ কুমার ত্রিপুরা (কার্বারী), নায়েক সুসময় চাকমা, কনসটেবল অরুন বিকাশ চাকমা, কনসটেবল আরব আলী, কনসটেবল আমেশ্যৈ মার্মা এবং কনসটেবর কৃষ্ণ চাকমার পরিবারকে সম্মাননা ক্রেসট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।