পার্বত্যাঞ্চলের খেলোয়াররা সমতলের চেয়ে এগিয়ে …..নব বিক্রম কিশোর ত্রিপুরা

1080

নিজস্ব প্রতিবেদক- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, পাহাড়ের তৃণমূল পর্যায় থেকে কৃতি ফুটবলার তুলে আনতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবললীগ গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের খেলোয়াররা সমতলের চেয়ে এগিয়ে, এখন শুধু তাদের ঠিকমত পৃষ্টপোষকতা দিতে পারলে তারা অনেক ভালো করবে।
বুধবার বিকালে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী ষ্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফেস্টুন ও বেলুন উড়িয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবললীগের উদ্বোধনকালে নব বিক্রম কিশোর ত্রিপুরা এসব কথা বলেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসীদের মনোজ্ঞ নৃত্যু পরিবশেন করা হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, ডিজিএফ আই কর্ণেল শামসুল আলম, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি পৌরসভা মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রকাশ কান্তি চৌধুরী, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পার্বত্য অঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান আরো বলেন, দীর্ঘ চার বছর পর রাঙ্গামাটিতে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হওয়ায় সকলে আনন্দিত, নতুন প্রজন্মকে খেলাধুলায় মনোনিবেশ করতে পরিবেশ সৃষ্টি করতে হবে। খেলাধূলাই পারে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে। পার্বত্য এলাকায় খেলাধূলার চর্চায় উন্নয়নবোর্ড সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান তিনি। এজন্য তিনি সকলের সহায়তা কামনা করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম ফুটবললীগে রাঙ্গামাটি জেলার ১২টি ক্লাব অংশ নিয়েছে। প্রথম দিনে সদক ক্লাব বনাম উইন ষ্টার ক্লাব খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে ছদক ক্লাব ১-০ গোলে উইন ষ্টার ক্লাবকে পরাজিত করে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন দলকে ১লক্ষ টাকা এবং রানার আপ দলকে ৫০হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। খেলা দেখতে পুরো ষ্টেডিয়াম জুড়ে মানুষের ঢল নামে।