নিজস্ব প্রতিবেদক – রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সুষ্টু তদন্তের মাধ্যমে যোগ্য শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হবে, তিনি বলেন, আপনারা যদি সঠিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষা দান করেন তাহলে দেশও সমাজ উপকৃত হবে।
চেয়ারম্যান আরো বলেন, শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলার পদায়ন কৃত শিক্ষকদের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। তিনি বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভেবে শিক্ষা দানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান জেলা পরিষদ চেয়ারম্যান।
রবিবার বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে রাঙ্গামাটি সদরের নবগঠিত উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এসব কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা শিক্ষক সমিতির সভাপতি অমল চাকমা, সদর উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি বিপ্লব চাকমা, সাধারণ সম্পাদক মঙ্গল বাহাদুর ছেত্রী সহ নব গঠিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।