শন্তি শৃংখলা ও উন্নয়নএকই সূত্রে গাাঁথা……..রিজিয়ন কমান্ডার ব্রিঃ রিয়াদ মাহমুদ

512

নিজস্ব প্রতিনিধি-  রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার রিয়াদ মাহমুদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তির পরিবেশ বজায় রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন, শন্তি শৃংখলা ও উন্নয়ন এ দুটি বিষয় একই সূত্রে গাাঁথা, শান্তি এবং উন্নয়ন একই সাথে যাতে করা যায় সেজন্য সকলকে একসাথে কাজ করতে হবে। রবিবার রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিয়নের পৃষ্টপোষকতায় আয়োজিত রাঙ্গামাটি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের অধিনায়ক কর্নেল শামসুল আলম, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার রেদোয়ানুল ইসলাম, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী, ডিবেট ফেডারেশনের মুখ্য সংগঠক হেফাজতুল বারী সবুজ।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারন সম্পাদক মিল্টন বাহাদুরসহ রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাঙ্গামাটি ডিজিএফআই কমান্ডার কর্ণেল মোঃ শামসুল আলম বলেন, পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস হলেও রাঙ্গামাটির বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে এখনো সম্প্রীতি গড়ে উঠেনি। তিনি বলেন, সত্যিকার অর্থে পাহাড়ে সাধারন পাহাড়ী বাঙ্গালীদের মধ্যে কোন বিদ্বেষ নেই, এখানে অদৃশ্য ছায়া শক্তির কারণেই পাহাড়ে বিভেদ ও সাম্প্রদায়িকতার সৃষ্টি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ বলেন, পুঁথিগত বিদ্যা ছাড়াও সহ-মননশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিক বিকাশ ঘটাতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে মানসিক বিকাশ সম্ভব না। এর জন্য অন্যান্য বিষয়াবলী সর্ম্পকে জানতে হবে, জ্ঞান লাভ করতে হবে। আর যুক্তির মাধ্যমে পরিশুদ্ধি হয়ে নিজেদের জীবন ও সমাজকে বিকশিত করতে হবে

পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের উদ্যোগে রাঙ্গামাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। রবিবার দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি রিজিয়নের সহযোগিতায় জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এই বিতর্ক প্রতিযেগিতায় ১৬টি বিদ্যালয় অংশ নেয়। এতে লেকার্স পাবলিক স্কুল চ্যাম্পিয়ন ও রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হয়।