বিচার দেয়ায় যুবককে কুপিয়ে জখম!

237

লামাঃ-আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দেয়ায় যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খিজ্জানুনা এলাকায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত রেজাউল করিম (২৮) খিজ্জানুনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। কুপিয়ে জখম করার সময় আহতের চিৎকারে চারপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন রক্তাক্ত রেজাউল করিমকে লামা হাসপাতালে নিয়ে আসে।
লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ দিদারুল আলম বলেন, আহতের মাথায় দায়ের কুপ ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষত স্থানে কয়েকটি সেলাই দেয়া হয়েছে। রোগী বমি করায় শংকা রয়েছে।
আহতের বড় ভাই আব্দুল মালেক বলেন, গত বুধবার (৫ ফেব্রুয়ারী) প্রতিপক্ষ লোকজন আমাদের বাড়ির সীমানা হতে জোর করে ৫/৬টি গাছ কেটে নিয়ে যায়। বিষয়টি নিয়ে আমার ছোট ভাই বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) লামা আর্মি ক্যাম্পে বিচার দেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দেয়ায় প্রতিপক্ষরা ক্ষোভে আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টায় বাড়ি হতে দোকানে আসার সময় খিজ্জানুনা এলাকায় দা, ছুরি ও লাঠি দিয়ে তার উপরে হামলা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তা না হলে তারা তাকে প্রাণে মেরে ফেলত। আহত ও রক্তাক্ত ছোট ভাইকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। আর্মি ক্যাম্পে বিচার দেয়ার পর থেকে তারা নিয়মিত প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।
কান্নারত অবস্থায় কাপা কাপা কন্ঠে হাসপাতালের সিটে শুটে রেজাউল করিম বলেন, পিছন থেকে ৬/৭ জন লোক আমার উপর হামলা করে। তারা আমাকে দা দিয়ে কুপিয়ে জখম করে এবং লাঠি দিয়ে প্রচুর মারে। লোকজন এগিয়ে না এলে তারা আমাকে জানে মেরে ফেলত। আমি হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছি। তারা হল, খিজ্জানুনা এলাকার মো. ইলিয়াছের ছেলে আকতার আহাম্মদ (২৬), তার বাবা মো. ইলিয়াছ (৫০), চাচা আবু বক্কর (৩০), একই এলাকার মো. নূর এর ছেলে এরফান উল্লাহ (১৯) ও আবু বক্কর এর ছেলে আব্দুর রহিম (১৮) সহ কয়েকজন।
এই বিষয়ে জানতে প্রতিপক্ষ আকতার আহাম্মদ এর মুঠোফোনে অসংখ্যবার ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, হাসপাতাল থেকে বিষয়টি থানায় জানানো হয়েছে। আহতের পরিবারের লোকজন অভিযোগ করলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।