বাজারের ময়লা সাঙ্গু নদীতে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশংকা

528

থানচিঃ-থানচি উপজেলার নদীর পানি দিন দিন ময়লায় মিশে যাচ্ছে, পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থাপনা আর তদারকির অভাবে বাজারের ময়লা আবর্জনায় মিশ্রিত হয়ে ঐতিহ্যবাহী সাঙ্গু নদীর পানি কালো বর্ণে ধারণ করতে দেখা যায় যা ডায়রিয়া কিংবা পানিবাহিত রোগের কারন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার একমাত্র ব্যাবসায়ী প্রান কেন্দ্র থানচি বাজারের পশ্চিম পাশ্বে নদীর পুর্ব পাড়ে ময়লা আবর্জনার স্তুপ পড়ে আছে ময়লাগুলো নদীর পাড়ে হওয়ায় সেখান থেকে তা দ্রুত নদিতে পড়ে গিয়ে পানির সাথে মিশে যায় যা পানিগুলো ব্যাবহার অনুপযোগী এবং নদিতে থাকা মাছ মারা যাওয়ার আসংখ্যা রয়েছে, আবার এই নদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের আবাসিক হোষ্টেল ছাত্র/ছাত্রীরা গোসল দৈন্যদিন প্রয়োজনে পানি ব্যবহার করেন।
প্রায় চারশো দোকান রয়েছে থানচি বাজারে, আছে ড্রেন নেই পরিচর্যা, ডাষ্টবিন থাকলে ও তা ময়লায় পরিপুর্ণ হয়ে যাওয়ায় কারনে যেখানে সেখানে ময়লা ফেলতে দেখা যায়, সপ্তাহে দুইবার হাটের দিন দুর দুরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসে তাদের ফেলে যাওয়া ময়লাগুলোর স্থান হয় নদীতে অন্যদিকে বাজার পরিচ্ছন্ন একজন পরিচ্ছন্ন কর্মী থাকলে ও চাহিদা অনুযায়ী না হওয়ায় ময়লা আবর্জনা পরিষ্কারে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে।
এই বিষয়ে থানচি বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সিকদার থেকে জানতে চাইলে তিনি বলেন, ময়লা আবর্জনার ফেলার স্থান বাজারের পশ্চিম পাশ্বে নদীতে নই। বাজার পরিচ্ছন্ন কর্মী আছে কিনা প্রশ্নের জবাবে তিনি জানান হানুরাম মালি নামে এক পরিচ্ছন্ন কর্মী বাজার চৌধুরী নিয়োগ দিয়েছিল ১৫দিন হচ্ছে এখনো সে কাজে যোগ দেইনী।
সেনেটারী ইন্সপেক্টর কুকুমনি বড়ুয়া কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির দায়িত্বশীল ব্যক্তি ও উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।