রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতা আটক

4

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও ব্যবসায়ী আরফান আলীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) রাতে জেলা শহরের বনরূপা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন। আটকের পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) আরফান আলীকে আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ জানায়, তিনি রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে কাঠ ব্যবসা ও ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত আছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আরফান আলী পলাতক ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি বনরূপা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় তাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক দেখানো হয়েছে।