॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥
স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ ও নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন খাগড়াছড়ির সাংবাদিকরা।
বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা পর্যায়ের সাংবাদিকরাও অংশ নেন।
খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন, কর্মবিরতি ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে। একই সাথে সম্প্রতি সহিংসতার সময় সাংবাদিকদের উপর হামলাকারী ও সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের হেনস্তাকারীদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচীর হুশিযারী দেন।
২৭ সেপ্টেম্বর শহরে ‘সাম্প্রদায়িক সহিংসতা’ চলাকালে পেশাদার সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় সম্মুখীন হয়েছিলেন। সেই সময় উভয়পক্ষের হামলা ও মারধরের শিকার হন সংবাদকর্মীরা।
তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা সময় হেনস্তা, হুমকি ও হামলার মুখে পড়ছেন সাংবাদিকরা। এতে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন সাংবাদিকরা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি শেষে সাংবাদিকরা খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যলয়ের এক ঘন্টা কর্মবিরত শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি পেশ করা হয়। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।