দুর্গম বড়থলি ইউনিয়নে দুস্থ-অসহায় মহিলাদের নগদ অর্থ সহায়তা

6

॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪নং বড়থলিতে দুস্থ ও অসহায় মহিলাদের (ভিজিডি/ ভিডাব্লিউবি) নগদ অর্থ সহায়তা/বিতরণ প্রদান করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বড়থলি ত্রিপুরা পাড়ায় ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা নিজেই উপস্থিত থেকে ৪২ জনকে এইসব নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার সাধুরাম ত্রিপুরা, আখ্যামং, সাবেক মেম্বার ও কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। একত্রে নতুন তিন মাসের প্রবারণা সময়ে এই নগদ অর্থ সহায়তা/বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।