॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ব, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখেলেশ চাকমা, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ মরশেদুল আলম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন লাল চাকমা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যার উপজেলা সমন্বয়ক ফুল্লরা চাকমা, সহকারী তথ্য আপা রোকসানা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা আজ আর পিছিয়ে নেই— শিক্ষা, কর্মক্ষেত্র ও সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কন্যাশিশুদের নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সুযোগ নিশ্চিত করলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।