কঠিন চীবরদান উপলক্ষে দীঘিনালা জোনের মতবিনিময় সভা

6

॥ মো : সোহেল রানা, দীঘিনালা ॥
শান্তি সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বৌদ্ধ ধর্মলম্বীদের মাসব্যাপি কঠিন চীবরদান উৎসব পালনে দীঘিনালা জোন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ঘন্টা কাজ করবে, কঠিন চীবরদান উদযাপন উপলক্ষে জোনে মতবিনিময় সভায় জোন কমান্ডার লে. কর্নেল মো: ওমর ফারুক পিএসসি বক্তব্যে এ কথা বলেন।
সোমবার (৬অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোন সদরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা জোনের উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা। এছাড়া দীঘিনালা উপজেলায় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।