বাঘাইছড়িতে বিজিবির পৃথক অভিযানে ৮ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

19

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালক করে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করে মারিশ্যা জোন।
রবিবার (৫ অক্টোবর) সকালে মারিশ্যা জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, মারিশ্যা ভারপ্রাপ্ত জোন কমান্ডারের দিক নির্দেশনায়, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে রাবার ফ্যাক্টিরি মোড় এফ ব্লক নামক এলাকায় ও মাষ্টারপাড়া কাচালং নদীতে পৃথকভাবে দুইটি অভিযান পরিচালক করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ অবৈধ গাছের গুড়ি/কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরণের সর্বমোট ৪১১.৯৬ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৮ লক্ষ ২৭ হাজার ৯২০ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ভারপ্রাপ্ত জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।