॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
রোববার ভোর ৬টা হতে খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত পৌণে ৯টায় এক পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক এ আদেশ প্রত্যাহার করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা ও সদর উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারা এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকার জানান, পরিস্থিতি বিবেচনা এবং সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শকে গুরুত্ব দিয়েই গতকাল শনিবার ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। রোববার সকাল থেকে খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গি নালায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র জনতার ডাকে জেলায় সকাল সন্ধ্যা অবরোধের চলাকালে পৌর এলাকা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির ঘটায় জানমালের ক্ষতি সাধনের আশঙ্কা থাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। একইসাথে গুইমারা উপজেলায়ও জারি করে ১৪৪ ধারা।