বান্দরবান ও রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে পর্যটন কেন্দ্রগুলির অনুসন্ধান ও সুপারিশের উপর কর্মশালা

29

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
কমিউনিটি বেস্ড ট্যুরিজম (সিবিটি) উন্নয়নের পরিকল্পনা ও সুপারিশ নিয়ে বান্দরবান পার্বত্য জেলা ও রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে বান্দরবানে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহায়তায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নাধীন জেন্ডার রেসপন্সিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এবং টিভিইটি সিস্টেম (প্রোগ্রেস) প্রকল্পের প্রচার এর পর্যটন গন্তব্যের ফলাফল এবং সুপারিশের উপর বৈধতা কর্মশালা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রোগ্রেস প্রকল্পের ফোকাল ম্যা ম্যা নু সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, বান্দরবান পার্বত্য পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার জালাল মোঃ আশফাক, আন্তর্জাতিক শ্রম সংস্থা (এইএলও) এর চট্টগ্রাম অফিস প্রধান, সিনিয়র প্রোগ্রাম অফিসার আলেক্সিয়াস চিসাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রোগ্রেস প্রকল্প সমন্বয়কারী সবুজ চাকমাসহ কর্মশালায় রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রাইভেট সেক্টর প্রতিনিধি (মাইক্রোবাস-জীপ-পিকআপ মালিক সমিতি, হোটেল ও রিসোর্ট মালিক এসোসিয়েশন, চেম্বারস্ অব কমার্স, উইমেন চেম্বারর্স অব কমার্স, ট্যুর অপারেটরস্), ট্যুরিষ্ট পুলিশ ও এনজিও’র প্রধান/প্রতিনিধিবৃন্দ এবং রাঙ্গামাটি ও বান্দরবান জেলা পরিষদের প্রোগ্রেস প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কর্মশালায় সঞ্চালনা করেন, খেমাজন ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী, প্রোগ্রেস প্রকল্প, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
এসময় কর্মশালায় প্রোগ্রেস প্রকল্প সংক্রান্ত সম্যক ধারনা দেন আলেক্সিয়াস চিসাম, হেড অব চট্টগ্রাম অফিস (সিনিয়র প্রোগ্রাম অফিসার), আইএলও-বাংলাদেশ। পর্যটন গন্তব্যস্থল সম্পর্কে তথ্য ও সুপারিশ এর উপর মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন লেলুং খুমী (কনসালটেন্ট), হান হান (কনসালটেন্ট), সাইং সাইং উ নিনি (কনসালটেন্ট)।
কর্মশালায় বান্দরবান পার্বত্য জেলার জন্য লংবাইতং পাড়া ও ম্রলং ঝর্ণা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলায় কামিলাছড়ি পূর্ব পাড়া ও কামিলাছড়ি পশ্চিম পাড়া এলাকায় কমিউনিটি বেস্ট ট্যুরিজম কার্যক্রম বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়।