খাগড়াছড়ির সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ

10

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সহিংসতায় সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার (৪ঠা অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় সদর উপজেলা ও স্বনির্ভর বাজার এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীকে নগদ ১০হাজার টাকা করে অর্থ সহায়তা এবং এক বস্তা করে চাল প্রদান করা হয়।
আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিক পর্যায়ে আমরা সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছি। পার্বত্য জেলা পরিষদ সবসময় মানুষের দুঃসময়ে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা চাই, সবাই দ্রুুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”
এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর মো: আব্দুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা, নিটোল মনি চাকমা,বঙ্গমিত্র চাকমা,সাথোয়াইপ্রুু মারমা, কংজপ্রুু মারমা। এছাড়া অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি খাগড়াছড়ি সদর উপজেলায় সংঘটিত সহিংসতায় বহু ব্যবসায়ী ও পরিবার চরম ক্ষতির মুখে পড়ে। দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তারা নানাভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পার্বত্য জেলা পরিষদের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পথে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।