টেকনাফে গহীন পাহাড় থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার, আটক-২

19

॥ কক্সবাজার সংবাদদাতা ॥
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এতে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুকে পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা ভুক্তভোগীদের মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এসময় মুক্তিপণ আদায় ও নির্যাতনের জন্যও তাদের বন্দি করে রাখা হয়েছিল।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, ‘মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ আটক দু’জন পাচারকারী ও উদ্ধার ভুক্তভোগীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগেও নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ টেকনাফের বাহারছড়া ও কচ্ছপিয়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানবপাচারকারীদের বন্দিশালা থেকে একাধিকবার লোকজনকে উদ্ধার করেছে।