কাপ্তাই কাপ্তাই কর্ণফুলী নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

9

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী নদীতে বেঙল ডলফিনের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৮ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার সময়সীমা ছিলো ৪ ঘণ্টা ২৫ মিনিট। সাঁতারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সাঁতার শিখুন সাঁতার করুন সুস্থ থাকুন জীবন বাঁচান’।
শুক্রবার (৩সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতা সকাল ৭টায় কর্ণফুলী নদীর কাপ্তাই কার্গো ডাউন সাইড এলাকা হতে চন্দ্রঘোনা মিশন ঘাট পর্যন্ত আট সাঁতারু ১০কিঃ মিঃ সুইমিং সমাপ্ত করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন। প্রতিযোগিতা শেষে আট সাঁতারু’কে ফুল দিয়ে বরণ কর্নে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের স্কাউট কমিশনার মাহাবুব হাসান, মিশন হাসপাতাল ডাক্তার বিলিয়ন সংমা, উপজেলা ক্রীড়া সদস্য কাজী মোশাররফ হোসেন ও ছাত্র নেতা মো. ইব্রাহিম প্রমুখ।
প্রথম সাঁতারু এ এস এম ফেরদৌস। এসময় সকল সাঁতারুদের দেখতে নদীর দু’পাশ জুড়ে শত, শত জনতার ভিড় জমে।