॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
গত ৩০শে সেপ্টেম্বর রাঙ্গামাটির লংগদু উপজেলায় সন্ধ্যা আনুমানিক ৮টার সময় হঠাৎ ঝড়ো বাতাশ শুরু হয়। এ ঝড়ো বাতাশে বিপাকে পড়েছিলো কাপ্তাই হ্রদের অবস্থানরত জেলে ও নৌযানে চলাচলরত সাধারণ মানুষ। এই ঘটনায় হ্রদে ডুবে মৃত্যু হয় তিনজনের। আহত হয় অনেক জেলেরা।
উক্ত ঘটনার সাথে সাথে সেনাবাহিনী লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি”র নির্দেশনায় দ্রুত সময়ে জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীনের তত্বাবধানে আহতদের লংগদু জোনে নিয়ে আসা হয়।
পরবর্তীতে (১ অক্টোবর) সকাল থেকে অত্র জোনের জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ আহতদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করেন।
উল্লেখ্য, ঘটনার সাথে সাথে অত্র জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশনায়, ঘটনা স্থলগুলতো পৃথকভাবে সেনাবাহিনীর টহল টিম পাঠানো হয়। এছাড়াও নৌকার ডুবির ঘটনায় উদ্ধার অভিযানেও অংশ বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।