হঠাৎ ঝড়ো বাতাসে নানিয়াচরে নৌকাডুবিতে ১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ-১

14

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে আকষ্মিক ঝড়ো বাতাসে কাপ্তাই হ্রদে নৌকা ডুবির ঘটনার চল্লিশ ঘন্টা পর নানিয়ারচর উপজেলায় নিখোঁজ দুই কলেজ ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর একটার সময় কুচুরীপানার নীচ থেকে উদ্ধারকৃত কলেজ ছাত্র হলো ডেনিজন চাকমা (১৭)। সে নানিয়ারচর কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং সাবেক্ষ্যং ইউনিয়নের মনখোলা পাড়ার মিন্টু চাকমার ছেলে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে নানিয়ারচর উপজেলার মনখোলা পাড়া এলাায় এই দূর্ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্র জিতেশ দেওয়ান এখনো নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারন প্রায় বিশটি নৌযান নিয়ে নিখোঁজ জিতেশ দেওয়ানের লাশ উদ্ধারের জন্য এখনো উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম। এদিকে উদ্ধারকৃত ডেনিজন চাকমা লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার ৬ জন পাহাড়ি কলেজ ছাত্র শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন। পূজা শেষে রাত আনুমানিক ৯টার দিকে তারা নৌকাযোগে মনখোলাপাড়ায় ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাসের কবলে পড়লে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় ৪ জন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন নিখোঁজ হন। খবর পেয়ে গত বুধবার থেকে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় নিখোঁজদের উদ্ধার অভিযান কার্যক্রম করছে। হ্রদে প্রচুর পরিমানে কচুরীপানা থাকায় লাশ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম ও সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমা জানিয়েছেন নিখোঁজ অপর ছাত্র জিতেশ দেওয়ানকে উদ্ধারের চেষ্টা চলছে। সেনাবাহিনীর ডুবুরীদল ও স্থানীয়রা প্রায় বিশটি নৌযান নিয়ে এই উদ্ধার কাযক্রম চালাচ্ছে।