থানচিতে স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যানার টাংঙিয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

18

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন (স্বাস্থ্য সহকারীদের) ৬ দফা দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্স’র ভবনের দেওয়ালে ব্যানার টাংঙিয়ে কর্মবিরতি পালন করেছে। তাদের কর্মবিরতি কথা কেউ অবগত নয়।
বুধবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঘোষনা সারা দেশের কর্মবিরতি অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘র কর্মরত ৮ জন স্বাস্থ্য সহকারীরা শারদীয় দুর্গা পূজা ও প্রবারনা উদসবে ছুতিতে নিজ নিজ বাড়ীতে অবস্থান করে একটি ব্যানার টাংঙিয়ে কর্মবিরতিতে অংশ নিয়েছে।
খোজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি পূরণে অবহেলা করছে। শিশুদের ১০টি মারাত্মক রোগ থেকে রক্ষা করার টিকা দেয়াসহ অন্যান্য দায়িত্ব পালন করলেও তারা যথাযথ মর্যাদা পায়নি।
২০১৮, ২০২০ ও চলতি বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এর প্রেক্ষিতে সংগঠনটির নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাকা হয়। কেন্দ্রী কর্মসূচী হিসেবে বুধবার থেকে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রসহ সব টিকা কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১২ অক্টোবরের টাইফয়েড টিকার ক্যাম্পেইনও অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে বলে জানান তারা।
স্বাস্থ্য সহকারীরা দাবি করেছেন নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) সংযোগ, ১৪ তম গ্রেড প্রদান এবং বেতন স্কেল উন্নীতকরণসহ তাদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার তাদের দাবি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তারা।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন থানচি উপজেলা শাখা কমিটি সাধারণ সম্পাদক জনি ত্রিপুরা বলেন, আমাদের কমিটিতে ৮ জন সদস্য তারা সবাই শারদীয় দুর্গা পূজা ও প্রবারনা পুর্নিমা উপলক্ষে সরকারী ছুটিতে সবাই বাড়ীতে অবস্থান করছেন সুতারাং কেন্দ্রীয় কর্মসূচী পালনে জন্য সভাপতি মহোদয় একটি ব্যানার টাংঙানো কথা বলছে তাই গতকাল মঙ্গলবার হতে টাংঙিয়ে রেখেছি।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন থানচি উপজেলা শাখা কমিটি সভাপতি উবাহাই মারমা মুঠোফোনের সংযোগ না পাওয়া বক্তব্য নেয়ার সম্ভব হয়নি।